হে একবিংশ শতাব্দীর মানব শিশু
অস্থিতিশীল বিশ্বে তুমি নিরাপদ নও,
তুমি এমন এক সময় জন্মেছো
যখন তোমার জীবনের নিরাপত্তা নেই।
তোমার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে-
পৃথিবী তোমাকে নিরাপত্তা দিতে পারেনি
নিশ্চিত করতে পারেনি মৌলিক অধিকার,
তোমার জীবন আজ সংকটাপন্ন।
তবুও তোমাকে বাঁচতে হবে
প্রতিকুলতার বিরুদ্ধে সংগ্রাম করে -
তুমি বেঁচে থাকবে।
তোমাকেই গড়ে তুলতে হবে -
তোমার স্বপ্নের শোষণহীন ভুবন,
যে ভুবন হবে বৈষম্যহীন
থাকবে না কোন অন্যায় অত্যাচার।
তোমার ভবিষ্যৎ তুমিই ঠিক করবে
যেখানে থাকবে না কোনো ভেদাভেদ
থাকবে না কোনো শোষণ নিপীড়নের
অন্যায়-অত্যারের ত্রাসের রাজত্ব।
তোমার নতুন পৃথিবীতে গড়ে উঠুক
মানুষের প্রতি মানুষের প্রেমময় বন্ধুত্ব।

::::::::::::::::::::::::::০::::::::::::::::::::::::
সময়ঃ রাত ৮.৩০ ঘটিকা
তারিখঃ ১৯/০৯/২৪
স্থানঃ কলেজ রোড।