তিলোত্তমা পর্ব -০১

                                   (১)

আমি এত দিন তোমার অপেক্ষায় আছি নিঃসঙ্গ মনে
তোমার পথ চেয়ে কাঙ্ক্ষিত ভালবাসার প্রহর গুনে।
তুমি অতৃপ্ত ভালবাসা নিয়ে আসবে মোর জীবনে
উত্তপ্ত হৃদয়কে শীতল করবে তোমার উষ্ণ আলিঙ্গনে।

'তিলোত্তমা' তোমাকে বলছি-
যেদিন তোমার নাম শুনেছি!
তিলোত্তমা নামের প্রেমে পড়েছি,
তিলোত্তমা তোমাকে ভালবেসেছি।
কী অবাক হচ্ছো!
অবাক হওয়ার কিছু নেই
এটাই সত্যি।
আহ্ কী নধর নাম, "তিলোত্তমা"!!!!

                                     (২)

তিলোত্তমা, তোমাকে কোনোদিন দেখিনি
তোমার নাম শোনার পর থেকেই পণ করি
তোমায় দেখার আশায় প্রতীক্ষায় থাকি
চাতকের ন্যায় উন্মত্ত ছিলাম দিবানিশি,
জানো, আমি ছিলাম আনকোরা আশাবাদী-
তিলোত্তমা আসবে, হয়ে স্বর্গীয় দেবী।
কিন্তু অবাক করার বিষয় জানো কী তুমি?
সেই শুভক্ষণ এত দ্রুত আসবে ভাবিনি?
পথিমধ্যে স্বপ্নের তিলোত্তমার দর্শন পাই
গারো পাহাড়ের পাদদেশে পাহাড়ি নির্জন ।
বিশ্বাস করবে কি না জানি না তিলোত্তমা তুমি?
তোমাকে দেখার পর হকচকিয়ে যাই আমি।
কি বলবো, কি করবো বুঝে উঠাতে পারিনি
তুমি নিমিষেই  হনহনিয়ে চলে গেলে বরাবর সরণি।
আমি ফেলফেল করে তাকিয়ে শুধুই দেখি
তুমি আমাকে বোধ হয় চিনতে পারোনি
আর চিনবেই বা কী করে, এত তাড়াতাড়ি ?
আমি যে তোমার কাছে ছিলাম ভিনদেশী।
সেদিন তোমাকে কাছে থেকে অবলোকন করি।
তোমার রুপ বর্ণনাতীত, তিলোত্তমা তুমি।
যেমন নাম তিলোত্তমা, তার চেয়ে উত্তম তুমি।
আমি ক্ষণিকের জন্য স্থবির হয়ে পড়ি
এই কী তিলোত্তমা! অপূর্ব তুমি সুন্দর রুপসী
স্বর্গের অপস্বরী তিলোত্তমা তুমি।


                                   (৩)

বিধাতা তোমাকে সকল মহিমা ও নিপুণতায় সাজিয়ে
সৃষ্টিকর্তা মর্তের মাঝে সুন্দরের প্রতিমা তৈরি করেছে।
তুমি তারার চেয়েও সুন্দর
তুমি চাঁদের চেয়েও আলোকিত
তুমি ফুলের চেয়েও সুভাসিত
তুমি ঝর্ণার পানির চেয়েও শীতল
তুমি নীলাকাশের চেয়েও শান্ত
তুমি ভোরের শিশিরের চেয়েও কোমল
তুমি নিখিল বিশ্বের সুন্দরদের সুন্দর
তুমি তিলোত্তমা রুপের রাণী অপ্সরী।

তোমার সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য ম্লান
তোমাকে দেখে সকল সৃষ্টি ঈর্ষা করে হযরান,
তুমি শরতের সকালের ন্যায় স্নিগ্ধ কোমল
তুমি বসন্তের ফুলের ন্যায় উচ্ছল ছলছল।
তুমি পূর্ণিমা রাতের মতো আলো ছড়াও
তুমি স্রোতস্বিনি নদীর মতো  বয়ে যাও।
তোমার অপরুপ শান্ত শীতল নিষ্পলক চোখ
ভালবাসার তরে নিরন্তর ভালবাসায় পুড়ুক।
    
                               (৪)

ভালবাসা খুঁজি তিলোত্তমা তোমার তরে
অন্তরে অন্তরে দিবানিশি অন্তর পুড়ে।
তোমার নয়নে পড়ছে আমার নয়নের মায়া
আমার আঁখি বুঝে তোমার আঁখির ভাষা।
চোখের সাথে চোখের প্রেমে নেই কো ভেজাল
মোদের ভালবাসা ধর্মের তরে হবে ধুম্রজাল।

আজি দেখো হৃদয়ের তরে হৃদয়ের টান
তোমার তরে ভালবাসার চির আহবান।
প্রেমাসক্ত চিত্তে ভালবাসা করো গ্রহণ
করো মনের সাথে মনের প্রতিস্থাপন।

স্বর্গের স্বর্গীয় আভায়
তুমি স্বর্গের অপস্বরী
মর্তের সুন্দরী তুমি
মোর হৃদয়ের রাণী
তিলোত্তমা তুমি।
নতুন করে নাম রেখেছি
আমার "তিলু" তুমি।

--------------------০----------------

সময়ঃ ০৩।১১।২১
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল
কলমাকান্দা,  নেত্রকোণা।