জীবনের দৌড়ে বেপুরোয়া হইও না
অস্থির ভাবে দৌড়ালে হুঁচট খেয়ে পড়ে যাবে,
জীবনে সফল হতে গিয়ে-
অস্থির হয়ে ছুটতে যেওনা,
হিতে বিপরীত হতে পারে।
মনে রেখ, সব সময় দৌড়াদৌড়ি করা ভাল না। মাঝে মাঝে থামতে হয়,
স্থির থাকতে হয়,
একটু বিশ্রাম নিতে হয়ে।
বিশ্রামের পরে লক্ষ্য স্থির করে -
আবার নতুন উদ্যমে শুরু করতে হয়।
খুব বেশি হাহুতাশ করনা,
হতাশায় জীবন নষ্ট হয়।
হতাশ হয়ে ভুল পথে পা দিওনা,
ভুল পথে গেলে -
তোমার জীবনে অন্ধকার নেমে আসবে।
সঠিক পথে চলো
জীবনকে বুঝতে শেখ,
তাই বলছি একটু থামো।
তোমার মন কি চায় তা ঠিক কর।
নিজেকে প্রশ্ন কর তুমি কি চাও?
তোমার চাওয়া কে অগ্রাধিকার দাও
কাজ শুরু কর,
দেখবে জীবনে সফল হবে
মনেও প্রশান্তি আসবে।
হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করো না,
হঠাৎ সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে।
কাজ শুরু করার আগে
আশেপাশের মানুষ জনের সাথে আলোচনা করো।
হাজার বার ভাবো।
একজন একটা কাজ করে স্বার্থকত হলো
ঠিক সেই একই কাজ করে তুমিও স্বার্থক হবে, এমনটি ভেবো না।
একেক জনের কাজ করার ধরণ একেক রকম। কোন কাজ শুরু করে তা আবার
হঠাৎ করে বন্ধ করে দিও না।
এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়।
সবার আগে নিজেকে জানো।
তুমি তোমার ভিতরের শক্তিকে আবিষ্কার কর দেখবে জীবনে কত দ্রুত সার্থকতা অর্জন
করেছো।
প্রতিটি মানুষের মাঝে রয়েছে
আলাদা আলাদ মেধা ও সুপ্ত প্রতিভা,
প্রতিভা আনে জীবনে চরম সফলতা।
------------------------*------------------------
সময়ঃ সকাল ৮: ৪৫