একদিন-
বেবাক কিছু থেমে যাবে
সব রেখে চলে যাবে,
স্মৃতি গুলো মুছে যাবে
আপন জন ভুলে যাবে।
যম এসে নিয়ে যাবে
তোমাকে আমাকে পরমের কাছে।
চিরতরে পরকালে না ফেরার দেশে,
একা থাকবে অন্ধকার কবর দেশে।

সেদিন-
কবরের আজাব ভোগ করতে হবে
পুলসিরাত পার হতে হবে।
হাশরের ময়দানে সমবেত হতে হবে
কেয়ামতের দিন হিসাব দিতে হবে।
আল্লাহ বিচারক হবে
পাপ পূণ্যের বিচার হবে।
পাপীরা শাস্তি পাবে,
সাধুরা পুরস্কার পাবে।