সূর্যোদয় সকলের জন্যই হয়
তা দেখার সৌভাগ্য সবার হয় না।
সূর্যের আলোর উত্তাপ
সবাই নিতে জানে না।
ঊষার রাঙ্গা প্রভাতে
অলস থাকে ঘুমিয়ে,
কর্ম ব্যস্ত সময়ে-
কর্মঠ যায় কাজে।
জেলে যায় মাছ ধরতে
সকল বাধা উপেক্ষা করে।
চৈত্রের কাঠ পুড়া রোদে-
কৃষক মাঠে-ঘাঠে পুড়ে
জমি চাষবাস করে।

ভোরের মিষ্টি রোদ উঠার সাথে সাথে-
মানুষ নিত্য-কর্মে ব্যস্ত হয়ে পড়ে-
কেউ মনের আনন্দে বিলাসিতার জন্য
জীবনকে ভোগ করতে কাজ করে,
আবার কেউ জীবনে ঠিকে থাকার জন্য
নিরন্তর জীবন সংগ্রাম করে চলে।
সবাই জীবনে একটা সুখের জগৎ চায়
যে জগতে দুঃখ-কষ্ট থাকবে না।
শুধু থাকবে উদিত সূর্যের আলোর ন্যায়
নতুনের আহবানে শান্তির আভাস।
সুখ-শান্তি সবার জীবনে আসে না
সবাই সুখ ভোগ করতে পারে না
সুখটা সবার জন্য নয়।
যেমন করে-
সূর্যোদয় সবাই দেখতে পায় না
যদিও, সূর্য টা সকলের জন্য,
মানুষ অবহেলায়
সে সুযোগ হারায়।

---------------------০----------------
সময়ঃ বিকাল ৬:০০ ঘটিকা
তারিখঃ ২৬/০৯/২৪
স্থানঃ কলেজ রোড, কলমাকান্দা