মুক্ত জীবনে পাখি সুখী
উন্মুক্ত আকাশে মনের সুখে ঊড়ে
মুক্ত বিহঙ্গও চায় সঙ্গী
ভালবেসে এক সাথে বাঁচতে।
বনের পাখিও সারাদিন আহার সংগ্রহ করে-
এক সাথে নিজেরদের নীড়ে ফিরে।
ভালবেসে ঠোঁটে ঠোঁট লাগিয়ে আহার করে,
কোমল ভালবাসায় ডানা ঝাপটিয়ে আলিঙ্গন করে।
পাখি কে কি দেখেছো কোনো একটি রাত
তার সঙ্গী বিহীন কাটাতে?
পাখিরা দুঃখ কষ্ট এক সাথে ভাগ করে জীবন চলে।
মানুষ কত বিচিত্র! কত আহাম্মক?
ভালবেসে ঘর বাঁধে সংসার সাঁজায়
কত আশা কত স্বপ্নে বিভোর হয়ে
কল্পনার জগতে বসবাস করে সুখ খোঁজে -
কিন্তু সুখ ধরা দেয় না!
প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ তার সঙ্গীকে রেখে
সময় অতিবাহিত করে জীবন চালায়।
এক সাথে নিদ্রাও যায় না
এক সাথে আহারও করে না।
তারপর দেখা যায়, দুজনের মাঝে কথা বন্ধ হয়
একটা সময় মুখ দেখাদেখিও আর হয় না
অবশেষে বিরহের অনলে পুড়ে বিচ্ছেদ!
ঠুনকো আগাতে সব ভেঙ্গে চুরমার হয়ে যায়
ফের একা হয়ে আবার কষ্টের সাগরে তলিয়ে যায়।
মানুষ বড়ই অদ্ভুত প্রাণী!
মানুষের মন কখন কি চায় বুঝা দায়।
পাখিকে দেখো তারা কাবিন করে বিয়েও করে না
আবার ছেড়েও যায় না,
দেনমোহরের অর্থও পরিশোধ করে না,
পোষাকও কিনে না বাজারও করে না
পাখি ফসল বুনে না সঞ্চয়ও করে না
তবুও তাদের জীবন চলে নিত্যানন্দে।
সঙ্গীকে দোষারোপও করে না
কারো সাথে তুলনাও করে না।
মানুষকে কি করে শ্রেষ্ঠ জাতি বলো
কোথায় তাদের আবেগ বিবেক?
তারা ভালবেসে ঘর বাঁধে
বোকামি করে ঘর ভাঙ্গে।
মানুষ ভালবেসে সৃষ্টি করে
আবার ক্রোধে ধ্বংস করে।
মানুষ পশুর চেয়ে অধম
নরাধমের উত্তম আধার।