সুখের নেশায় দুঃখ ভুলি
দৃশ্যত মনে হয় জীবন আপাদত চলমান
কার্যত মনের করণে সকলি গতিহীন ম্লান।
প্রয়োজনের তাগিদে দেহটা কে চালিত করি
অস্থির চিত্তে একাকী দুঃখের সংসার গড়ি।
দুঃখের বলয়ে সুখ স্থবির হলো ত্রিভুবনে
সুখের সুচনা নেই মোর স্থির জীবনে।
জীবন চলছে সুখের অভাবে নিরানন্দ মনে
কর্ম করে চলছি দুঃখের অধীনে অন্ধ নয়নে।
সুখের অভিনয় করে ভাল থাকি জগৎ সংসারে
সকলি অসার দুঃখ ভারাক্রান্ত যাযাবর জীবনে।
জীবন নির্বাহের নিমিত্তে ভব সংসারে ভাল থাকি
ভাল মন্দ যাচাই না করেই অন্ধের মত পথচলি।
ভাল মন্দ সুখ দু:খের খেলাঘরে
প্রতিনিয়ত সৃষ্টি সুখের উল্লাসে-
চাওয়া পাওয়ার দোলাচলে
বেঁচে থাকার খেপা খেলা চলে।
নিশ্চিত ধ্বংস জেনেও মৃত্যুকে আলিঙ্গন করি
স্বপ্নের রঙ্গিন দিনের খুঁজে নতুন জীবন গড়ি।
নিজেকে ভূমিকম্পের ন্যায় উৎগিরিত করি
সময় অসময়ে অসম বেগে বন্ধুর পথ চলি।
ভূমিকম্পের ধ্বংস স্তূপে দাড়িয়ে অনন্ত সুখের নেশায়-
অনন্তকাল ছুটে চলি জীবন মরণের মরণ ফাঁদ খেলায়।
হারানো সুখ খুঁজি নষ্ট জীবনে অবিরাম ছুটে চলার বেলায়-
সুখহীন নিরাধার জীবনের মানে খোঁজার অর্থ কোথায়?
_______________________________
পথিক
আনন্দ ডিজিটাল মডেল স্কুল, কলমাকান্দা, নেত্রকোণা।
১৩.০৯.২০২০