সুখ নাহি কপালে
জীবনের ইতিবৃত্তে ঘটিত ঘটনার প্রক্ষাপটে-
সুখ-দু:খের পালাবদলের অনুভূতিহীন মঠে,
দু:খের সহিত বসবাস করি অশান্তির পটে।
সুখের জন্য বৈরাগী সাঁজি সুখ নাহি ললাটে।
সঙ্কল্পিত শোভন স্বপ্নগুলো হলো অসিত
অদৃষ্টের নির্মমতায় সকলি ব্যর্থতায় পর্যবসিত,
কষ্টের চাপাগাতে হ্রদয় ভেঙ্গে ক্ষতবিক্ষত
জীবন সায়াহ্নে ভাবি বসে জীবনটাই অনর্থ।
নিয়তির নির্মম-নিষ্ঠুর ভজকটের মহাযজ্ঞে;
কর্মফলের কুফল ভোগ করি নিশীথ নিভৃতে।
সুখহীন কাটে দিন
দীনহীন নিত্যদিন।
কে আপন?
কে পর?
কারো রাখি না খোঁজ খবর;
সুখের লাগিয়া আপনকে করেছি পর
পরকে করেছি অাপন।
আনন্দ বিহীন জীবনতরী
দুঃখের অনলে পুড়ে মরি,
ভবে জন্ম হতে অদ্যাবধি
সুখ দিয়েছি জলাঞ্জলী।
আত্ম ত্যাগে সন্ন্যাসী সাঁজি
বৈরাগ্য সাধনে সুখ খুঁজি।
জীবনের শেষ বেলায়-
ভাবি বসে নিরালায়,
অস্তিত্বের সিদ্ধান্তহীনতার খেলায়:
অভিশপ্ত আমি তবে সুখের মেলায়
সুখ নাহি কপালে সংসার ভেলায়।
-----------------------------------------------------
পথিক
আনন্দ ডিজিটাল মডেল স্কুল
কলমাকান্দা, নেত্রকোনা।
১৫/০৯/২০২০