শ্রাবণের আকাশটার মন ভালো নেই
এখন আকাশের কোন রঙ নেই।
আছে বৃষ্টি
আছে বৃষ্টির তান্ডবলীলা
একটানা বর্ষণ।

আচমকা আকাশের কালো মেঘগুলো গর্জে উঠে।
মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকায়।
দিনের আধারে আকাশটা ধ্বংসলীলায় মেতে উঠে
কালো মেঘগুলো প্রবল বর্ষণরুপে নেমে আসে অঝোরে।
বৃষ্টির প্রকোপে চারদিকে পানিতে থই থই
উজানের পাহাড়ি ঢলে ভিটা ছুঁই ছুঁই।
বান ধেয়ে আসে
পানি ফুঁসে উঠে
ভিটা ডুবে বানের জলে
কপোল ভিজে চোখের জলে।

বন্যার অকাল করাল গ্রাসে বাংলার পথঘাট
ঘর বাড়ি অফিস আদালত রাস্তাঘাট
জনদুর্ভোগ সৃষ্টি করে হল পানিতে ভরাট।
বানের পানি উঠে
সব তল্লাটের সকল ঘটে।

বান এল বাংলায়
মানুষ গেল ভেলায়।
বানভাসির নেয় না কেউ খোঁজ
সকলি তো শুধু নিজের টা বোঝ।
বন্যা দুর্গতদের  সীমাহীন দুর্দশা ও বেদনা
দুর্গতদের নিয়ে কারো নেই  প্রচার ও সঠিক নির্দেশনা
আছে শুধু রঙ তামাশা ও ফটো নির্ভর প্রচারণা।