সীমিত পরিসরে
_______________________________
তাই বলি খুলে দিন
সীমিত পরিসরেই খুলে দিন,
সীমিত পরিসরের নামে-
গণ পরিবহন হাট বাজার রাস্তা ঘাট
কল কারখানা অফিস আদালত
চলছে হর হামেশা লাগামহীন ভাবে
স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে,
সীমিত পরিসরেই চলছে সীমাহীন কর্মকাণ্ড।
আমরা সীমিত পরিসরে বেঁচে আছি
বেঁচে আছি কি নেই, তা-ও জানি না?
সীমিত পরিসরে মরতে শুরু করেছি
এবার যদি মোদের অসীমের দিকে যাত্রা শুরু হয়?
তবে একটি বার;
অনন্ত একটি বার! তো সীমার বাইরে যেতে পারব।
সীমিত পরিসরে সসীম থেকে অসীমে যেতে চাই-
তবে শেষ পর্যন্ত;
অগণিত হারে মৃত্যুর সংখ্যা!
সীমার বাইরে দেখতে চাই না।
করোনা কালে, সব কিছুর মত মরণটাও সীমিত চাই।
_______________________________
১০.০৫.২০২০
পথিক
চত্রংপুর, কলমাকান্দা, নেত্রকোণা।