গোধূলির কালো আধার ঘনিয়ে আসে
তবুও দুরাশার প্রহর গুনে প্রতিক্ষায় থাকি....
আপন সংশয় উপেক্ষা করে তুমি আসবে,
আপন অালয়ে অভিন্ন হৃদয়ে ভালবাসবে।
কত শত নিবন্ধিত-অনিবন্ধিত জুটি?
ভালবাসার রঙ্গে আনন্দের জোয়ারে ভাসে।
কেউ নিজের সম্ভ্রম বিলিয়ে-
চরিত্র বির্সজন দিয়ে দিশাহারা
সব কিছু হারিয়ে শম্ভ্রমহারা।
ওগো আশা জাগানিয়া!
ভাবছি বসে নিরবে
তুমি আসবে নিভৃতে
পাশে বসবে নিঃসংকোচে।
জীবনানন্দ দাসের বন লতাসেনের মত
চোখে চোখ রেখে বলবে-
এত দিন কোথায় ছিলে পথে প্রান্তরে নিসঙ্গভাবে?
কত কাল তোমার অপেক্ষায় প্রহর কাটে
নীলাদ্রি লেকের কিনারে পাথর ঘাটে।
তোমার দর্শনের আকর্ষণে চলে যাই গুজরাটে
সেখানেও পায়নি যাকে বেঁধে রেখেছি মনের অাষ্টেপৃষ্ঠে।
যাকে ভাবি শয়নে স্বপনে নয়নে নয়নে
তার দেখা পাব কী ত্রি ভুবনে?
ক্লান্ত পথিক অশান্ত মনে;
অজানার উদ্দেশ্যে অবিরাম ছুটে চলে
অকল্পনীয় গন্তবহীন স্থানে-
সুপ্ত ভালবাসার সন্ধানে।