আজি জীবন সায়াহ্নের ক্রান্তিকালে-
হৃদয়ের দর্পণে বিচ্ছিন্নভাবে প্রতিফলিত হয়;
কাঙ্গালের রক্ত পিপাসু কষ্টের প্রতিচ্ছবি।
জীবনের গল্পে প্রাপ্তি-অপ্রাপ্তির নিকাশে-
প্রদর্শিত হয় প্রাপ্যতার অসহায়ত্বের চিত্র।
কষ্ট রয়েছে হরেক রকম কষ্ট
যাপিত কষ্টে জীবন নষ্ট।
দু:খ ভারাক্রান্ত যাপিত জীবনের
হতাশা আক্রান্ত বেদনা বিধুর কষ্ট।
প্রিয়সীকে হারানোর প্রেমিকের
অপরিনামদর্শী ভালবাসার কষ্ট।
আপন জন পর হওয়ার
শোকে মুহ্যমান হওয়ার কষ্ট।
প্রত্যাশীত বাসনা অপুরণের
অনাকাঙ্ক্ষিত তীব্র কষ্ট।
যা ইচ্ছে তাই করার ফলে-
সর্বশান্ত জীবনের কষ্ট।
ভাল-মন্দের যোগ-বিয়োগে
নিজের সৃষ্ট কৃত্রিম কষ্ট।
ভুলের সাগরে ভেসে-
ধর্মে -কর্মে অপকর্মের কষ্ট।
ভুল ভালবাসার দায়ে
হিয়ার ভিতরে সুপ্ত কষ্ট।
জানা-অজানা অজস্র কষ্ট
প্রকাশিত-অপ্রকাশিত কষ্ট
হরেক রকম কষ্ট।
এত কষ্টে জীবন নষ্ট
সমাজ দেশ জাতি নষ্ট।
অদৃষ্টের পরিহাসে কষ্টের তীব্রতায়-
দু:খের অনলে পুড়ে জীবন নষ্ট।
নষ্ট জীবন পথ ভ্রষ্ট
পথ ভ্রষ্ট মানুষ;
করে শুধু অপসৃষ্ট
আহারে নিদারুণ কষ্ট
সবই করলি নষ্ট।
----------------------------------------------------
পথিক
১২.০৫.১৭
সময়ঃ সকাল ১০ ঘটিকা
আনন্দ ডিজিটাল মডেল স্কুল।