প্রিয়সীর চুম্বন

প্রিয়সীর চুম্বন হৃদয় কম্পিত হেতু
সে নয় কোনো অলিক কল্পিত বস্তু।
প্রিয়সীর আকস্মিক চুম্বনে
দেহ মন পুলকিত অনিন্দ্য শিহরণে।
যে উষ্ণ স্পর্শে হ্রদয়ে শিহরণ জাগে-
মনে প্রেমের মাদকতা সৃষ্টি করে
দেহে উন্মাদনার ঝড় তোলে।
উর্বশীর নেশাযুক্ত উষ্ণ চুম্বনে-
ভালবাসার সঞ্চার করে বিস্ফোরণ ঘটায় অন্তরে।
সে যাহা মোরে দিয়াছে-
তাহা হৃদয় উজাড় করেই দিয়াছে,
এতে কোনো কপটাচরণ ছিল না।
আমিও যাহা পেয়েছি-
তাহা ভালবাসার হ্রদ্ধতায় পরিপূর্ণ;
সাধরে গৃহীত হৃদয় নিঙড়ানো
প্রিয়সীর ভালবাসাসিক্ত উষ্ণ চুম্বন,
বহু প্রতীক্ষিত প্রেমে আবেগাপ্লুত চুম্বন।
আহা! প্রেমযুগলের উষ্ণ চুম্বনে-
কি মধুর আলিঙ্গন জগত সংসারে।
-----------------------------------------------------
পথিক
১৫.০৫.১৭.