প্রত্যাখ্যান

তোমার ভালবাসা ছিল নিপট নিখাঁদ
তবুও আমি ক্রন্দনরত হৃদয়ে নির্মমভাবে-
তোমারি নির্মল ভালবাসা প্রত্যাখ্যান করেছি।
স্বপ্নের ভালবাসায় প্রশান্তিময় প্রেম রাজ্যে মিলনের চেষ্ঠায়
যত্ন করে ঠাঁই দিয়েছিলে তোমার হিয়ার মাঝে আমায়।
তুমি হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়েছিলে
বিনিময়ে পেয়েছিলে বর্বরোচিত অসহনীয় প্রেম প্রতিঘাত।
তোমার নির্ভেজাল ভালবাসা পাইনি বলে
প্রণয় শোকে জীবন আমার আধার।

আজো আমি আমার মত;
ভালবাসি তোমায় আগের মত
যেমন করে তুমি ভালবাস আমায়
ঠিক তেমনি ভালবেসে যাব তোমায়।
কষ্টাক্রান্ত অদৃশ্য অসীম বৃত্তে-
সহস্র সমাধানহীন সমস্যার নিমিত্তে-
তোমার তরে ক্রন্দন করি অসহায় চিত্তে।
ভুল বুঝে তোমাকে দূরে বহু দূরে....
শূন্য হাতে দিয়েছি ফিরিয়ে।
কথা দাও, কথা-
ক্ষমা করবে মোরে হৃদয়ে না নিয়ে ব্যথা।
-----------------------------------------------------
পথিক
২৭/১১/২০
কলমাকান্দা, নেত্রকোণা।