বঙ্গদেশে জন্মেছে কত জ্ঞানী গুণী?
মানব সেবা ছিল যাদের প্রচারণার বাণী।
বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে করেছে গৌরব উজ্জ্বল
জগদীশ চন্দ্র বসু, মুহাম্মদ ইউনুস ও আবুল ফজল।
বাংলাদেশে -
যেমন অসংখ্য জ্ঞানী গুণী জন্মায়
তেমনি ঠক আর প্রতারকও জন্মায়।
কোভিড-১৯ সার্টিফিকেট ব্যবসা করেছে করোনা কালে
জেকেজির সাবরিনা আর রিজেন্টের সাহেদে।
শোন ভাই প্রতারক, তোমার কি হবে না মরণ?
কেন অবৈধভাবে কর অন্যের অর্থ হরণ?
এই দেশে কেন জন্মে এত প্রতারক?
বাঙ্গালী সহজ সরল, নই সবাই প্রতারক।
সাবরিনা-সাহেদ প্রতারকদের সম্রাট।
ভুয়া টকশো করে জনগণকে করত বিভ্রাট।
আর করনা প্রতারণা
মানুষকে ঠকিও না।