পরী তুমিও স্বার্থপর

তোমার ভালবাসার মত
পরী তুমিও স্বার্থপর।
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর।

এমন যদি হত-
আমি হতাম তোমার মত
ভুলে যেতে পারতাম যদি;
তোমায় ভুলে থাকার মত।

ভুলতে চাই না আমি
তবুও ভুলে থাকি।
কি করে ভুলে গেছ তুমি?
ভুলিনি তো আমি।

তোমার ভালবাসার মত
পরী তুমিও স্বার্থপর।
মরতে চেয়ে বাঁচতে বসি
মরতে মরতে বেঁচে আছি।
মরণ আসে না
মরণও স্বার্থপর।

-----------------------------------------------------
পথিক
চত্রংপুর, কলমাকান্দা, নেত্রকোণা।
০১.০৪.১৭