নৈসর্গিক মহীধরে তুমি স্বপ্নের রাণী

স্বপ্নের নির্জনতার রাজমহিষী
তোমারি নিহারায় আমি;
পাহাড়ি নির্জনতা ভালবাসি
ভালবাসি, তোমার নির্জন নিবসতি।
যেথায় তোমার জনমানবহীন কুঞ্জ বনে বসবাস
পাহাড়ি ঝর্ণার কিনারে তোমার শান্তির নিবাস,
যেখানে রয়েছে তোমার স্মৃতি বিজড়িত বয়ঃসন্ধি।
তোমার ঐশ্বরিক রুপের সাথে কী মধুর মিথালী!
নীল আকাশ নিস্তব্ধ মহীধর ও স্রোতোস্বিনী নদীর।

প্রকৃতির রুপসী রাজ্ঞী
তোমারি শৈশবের সাথে বিজড়িত-
প্রকৃতির নির্জনতা
পাহাড়ী জনপদ
ঝর্ণার কল কল ধ্বনি;
পাখির সুমধুর কণ্ঠ।
নিকুঞ্জবনে পাখির সঙ্গে
তোমার দিবানিশি খেলা চলে
সহজাত ভাব বিনিময়ের-
ভালবাসার রঙ্গ লীলায়।

নিপট নিপুণা পাহাড়ি সুদর্শনা;
তোমাকে অবিচল উপগিরিতেই বেশ মানায়।
পর্বতের নির্জনতার পরিবেশে-
তোমার কোমল হ্রদয়ে
ভালবাসা সুরের ছন্দে
ধ্বনিত হয়ে বাতাসে উড়ে।

মনভুলানো প্রকৃতির সম্রাজ্ঞী;
নৈসর্গিক সৌন্দর্য তোমার রুপের কাছে ম্লান।
তোমার ভালবাসার উষ্ণ স্পর্শ
প্রবাহমান ঝর্নার মতই নির্মল ও নিঝুম।
কখনও-সখনও উষ্ণ ভালবাসায়-
প্রলয়ংকারী ঝরের সৃষ্টি হয়,
নির্ঝরিণীর দুকূল ভাঙ্গনের মত।

ও হে নিসর্গের দয়িতা;
প্রকৃতির মুগ্ধতা করেছে তোমায়-
অপরুপ সুন্দরী স্বর্গের অপস্বরা।
তোমার সৌন্দর্যে বিমোহিত হয়ে
হয়েছি আমি ভালবাসার শুকতারা।

শোন পাহাড়ি ললনা,
তুমি কী বুঝ না?
আমি প্রকৃতি ভালবাসি
আমি নির্জনতা ভালবাসি
আমি তোমাকে ভালবাসি।
আমি পর্বতের সাথে লেগে থাকা নীল আকাশে-
তোমারি খুঁজে সাদা মেঘ হয়ে উড়ে উড়ে ভাসি।

________________০______________
২২/১০/২০
পথিক
কলমাকান্দা, নেত্রকোণা।