প্রতিদিন বউয়ের কাকুতি
ঘরে খাওয়ার কিছুই নাই
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
অভাবে আছি অর্থ কই পাই।

পাঁচশ টাকা ধার নিয়েছি
ঋণের টাকা বাজারে যাই
জিনিসপত্রের দাম বেড়েছে
কি কিনবো ভেবে না পাই?

করলার কেজি একশ টাকা
আলুর দাম জানতে চাই
কি কিনবো কি কিনবো না
যথেষ্ট পরিমাণ অর্থ নাই।

বাজার ঘুরে ঠিক করি
আলু-করলা বাদ দেই
আজ কম অর্থ কড়ি
পেঁপে-পটল নিয়ে নেই।

মাছ কিনা বাদ দিয়ে-
শুটকি কিনে বাড়ি ফিরি
অর্থ-কড়ি  হিসাব করে-
আধাঁ লিটার তেল কিনি।

বউয়ের বায়না সিঙ্গারা-পুরি
সিঙ্গারা রেখে পুরি লই
নিজের সুখ বাদ দিয়ে
ভিখারির মতো বেঁচে রই।

পাঁচশ টাকা শেষের পথে-
চাল-ডাল চিনি বাকি
এক কেজি চাল কিনে-
ঘরে ফিরে হাত খালি।

বাবুর দুধ কিভাবে কিনি
সিকি পয়সাও পকেটে নাই
মায়ের ওষুধ বাকি রইল
দোকানদার বলে বাকি নাই।

===============০=================
সময়ঃ সকাল ১১:০০ ঘটিকা
তারিখঃ ০৭/১০/২৩
স্থানঃ কলেজ রোড,  কলমাকান্দা,  নেত্রকোণা।