নিষ্ঠুর প্রকৃতি
প্রকৃতি আজ নিজেই যেখানে ছিন্নভিন্ন বিপন্ন
প্রতিকুল পরিবেশে আবহাওয়া যেখানে সংকটাপন্ন,
তখন মানুষের অবস্থা অতি মাত্রায় বিপদাপন্ন
কেননা মানুষও তো প্রকৃতির একটা অংশ।
প্রকৃতির অবস্থা যদি সংকটাপন্ন না হত,
তবে কেন একটার পর একটা বৈশ্বিক মহামারি?
ঈশ্বরের কৃপা যদি থাকবেই-
তবে কেন এত শিলা বৃষ্টি আর বন্যা?
আকাশ থেকে খরা আর বজ্রপাত!
সময় অসময়ে নানা বিধ প্রাকৃতিক বিপর্যয়ে-
ধ্বংস লীলার তান্ডব নৃত্যে প্রকৃতির বেহাল অবস্থা।
মানবতা ও মানব সভ্যতার এত ক্ষয়ক্ষতি কি?
ঈশ্বরের অগোচরে!
মানবতা যেখানে কাঁদে ঈশ্বর সেখানে-
কেন এত নীরব ও নিশ্চুপ?
হায় ঈশ্বর! দুঃখ হয় মানবতার জন্য,
দুঃখ হয় মানব সভ্যতার জন্য।
_______________________________
পথিক
চংত্রপুর, কলমাকান্দা, নেত্রকোণা।
২৫.০৯.২০২০