আজকাল রাত জেগে বসে থাকি
তবে তোমার অপেক্ষায় প্রহর গুণি না।
ক্লান্ত হৃদয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখিনা
ক্লান্ত শ্রান্ত হৃদয় স্বপ্ন দেখে না
ভুল করেও দেখতে পারেনা।
স্বপ্ন দেখা সেই কবেই ভুলেই গেছি,
আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল
তোমার অবহেলার কুয়াশার আড়ালে।
তুমি আমার হলে না, এইজন্য-
আমার দুঃখ, হতাশা, রাগ কিছুই নেই
তোমার উপর শুধু অভিমান হয়! অভিমান!!
আমার কাছে তুমি শুধুই ধুধু মরুভূমির মরিচীকা।
আজ সকল স্বপ্ন ভুলে গিয়ে
স্বপ্ন বিলাসী কষ্ট মেনে নিয়ে
তোমার বিরহের অনলে পুড়ে,
ভারাক্রান্ত হৃদয়ে বেঁচে আছি
রাবণের চিতারোহণে বসবো বলে।
---------------------------০----------------------
সময়ঃ ১০: ৩০
তারিখঃ ০৩/০৪।২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।