আমাদের পরিসর নেই।
আমাদের জমি নেই।
আমাদের আকাশ নেই।
আমাদের রোদ নেই।
আমাদের বন নেই।
আমাদের নদী নেই।
আমাদের বাতাস নেই।
আমাদের আশা নেই।
আমাদের ভালবাসা নেই।
আমাদের ভরসা নেই।
আমাদের চিকিৎসা নেই।
আমাদের পরিকল্পনা নেই।
আমাদের অন্ন-বস্র নেই।
আমাদের মানবতা নেই।
আমাদের নীতি-আদর্শ নেই।
আমাদের সুশাসন নেই।
আমাদের নেতা নেই।
আমাদের সুখ নেই।
আমাদের দেখার কেউ নেই।
আমাদের কিছুই নেই।
কিন্তু আমরা আছি ; ষোলো কোটি
পরাধীনতার শিখলে মানবতা বন্দী,
আমাদের সবকিছুই অন্যের আজ্ঞাধীন।