মন ও মানুষ

মন ভারী অদ্ভুত জিনিস!
এটা না দেখা যায়
না ছোঁয়া যায়
না বুঝা যায়?

মনের কোন গভীরতা নেই,
না আছে কোনো তল
না আছে কোনো সীমানা?
আছে শুধু অসীম কল্পনার জগৎ।

মানুষের মন...
বাহারী রঙের,
কখন যে সে রঙ বদলায়
বুঝা দায়!

ভিন্ন মনের ভিন্ন ভিন্ন চাওয়া,
আজ এক রকম
কাল অন্য রকম
চাওয়া পাওয়ার কোন অন্ত নেই।

মন নীল আকাশে -
কখনও সাদা মেঘ হয়ে ভাসে,
কখনও মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে।
কখনও বদ্ধ পিঞ্জরে
ডানা ঝাপটিয়ে মরে।

মন সুখের তরে ভালবাসে
ভালবাসার তরে শোকে মরে!
ভালবাসতে বাসতে মরে
মরতে মরতে ভালবাসে।
তবুও মন ভালবাসে।

মন কখনও ভাল
কখনও খারাপ
মন সুস্থ থাকলে
দেহও সুস্থ থাকে।

নাশিত মায়ার জগতে-
মন ও মানুষ দুটিই অবুঝ।
মনের মানুষ কাছে থাকলে
মনও ভাল থাকে।

মন চিন্তা করে
নিজের মত করে,
চলে মোহের ঘোরে
অবচেতন হয়ে মরে।

মনের ধারণা অতিশয় অস্পষ্ট
কারো মন আলোয় আলোকিত
কারো মন অন্ধকারে আচ্ছাদিত
মন হলো আলো আঁধারের বাতিঘর।

ভবের এই খেলা ঘরে
মনের এই জটিল খেলা,
বুঝতে পারি না মায়ার মেলায়
মনুষ্য জীবনের শেষ বেলায়।

_______________________________
পথিক
চত্রংপুর, কলমাকান্দা,  নেত্রকোণা
২৭/০৯/২০২০