মৃত্যু ভয় কার নেই?
মৃত্যুর চেয়ে কষ্টের আর কিছু কি আছে?
মৃত্যুই হলো শেষ পরিণতি।
মুত্যু সাদর সম্ভাষণ তোমাকে
অধীর আগ্রহে অপেক্ষায় আছি,
তুমি কবে আকস্মিক আসবে -
দুঃখ লাঘবের আনন্দের বার্তা নিয়ে।
তোমার অপেক্ষা আর কত করিব?
বিভীষিকাময় যন্ত্রণার প্রহর কত গুনব?
মৃত্যু বলো না তুমি কবে আসবে?
আমাকে যন্ত্রণা থেকে  মুক্তি দিতে
আমি আর পারছি না কষ্ট সইতে।
তোমারা আগমনের প্রহর গুনে গুনে
ক্লান্ত প্রাণে বসবাস করি নিঃসঙ্গতার সনে।
আমাকে উদ্ধার করে নিয়ে চলো অপারে
আর কত যাতনা পাবো অদৃশ্য কারাগারে।

জগতে যা-কিছু আছে সবই অসত্য
একমাত্র মৃত্যুই নির্মম বাস্তব সত্য।
লোকে বলে মৃত্যু সর্বগ্রাসী প্রাণনাশী
আমি বলি মুত্যু তুমি উদ্ধারকারী।
মৃত্যুকে সকলে প্রানের হরণকারী যমদূতে কয়
তোমার মাঝেই জীবনের কষ্টের অবসান হয়।
মৃত্যু আমি তোমার ভয়ে ভীতু নয়
হাসতে হাসতে তোমাকে করিব জয়।
যতই করিবে তোমরা মৃত্যু ভয়
মৃত্যুকে করিতে পারিবে না জয়।
নিয়তির বিধানে মৃত্যু চিরন্তন সত্য
অন্য সব কিছুই অলীক অসত্য।
মায়ার ঝালে আছি ঘোরের মাঝে
রঙ্গিন জগতে রঙ্গে ঢঙ্গে সং সেঁজে।
পরকে আপন করে আছি বেঁচে
দিন চলে গেলো হেসে খেলে।
সময় যখন শেষ হবে অন্তিমকালে
যমদূত এসে প্রাণ হরণ করিবে,
একদিন চির বিদায় হবে
শেষ নিশ্বাস ত্যাগে।


------------------------০------------------------
সময়ঃ ১১ঃ৩০
তারিখঃ ২৯/৪/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।