মাটির প্রহেলিকা

মাটির দেহ
মাটির দ্বারা নির্মিত,
মাটির গৃহে বসবাস।
মাটির জগৎ ছেড়ে চলে যাব
মাটির মধ্যে চির শায়িত হব।
মাটির মায়া ত্যাগে হবে শেষ নিঃশ্বাস
মাটির সমাধিতে হবে নিত্য নিবাস।
মাটির চিত্ত সময় থাকতে হল না খাঁটি
মাটির মধ্যে মিশে যাবে সোনার দেহটি।
মাটির দেহ হল না-
মাটির মত খাঁটি।

-----------------------------------------------------

২০.০৪.১৮
পথিক
চত্রংপুর, কলমাকান্দা, নেত্রকোণা।