মা আঁধারে তোমায় খুঁজি

মাগো কেন তুমি চলে গেলে?
আমাকে মর্তে একা রেখে।
ভবে মোর আপন কেহ নাই
নিরবধি তোমার সান্নিধ্য চাই।

মাগো তোমার কাছে যেতে চাই
তুমি বিহীন ধরণী লাগে ছাঁই।
জীবন চলছে জীবনের গতিতে            
সুখ দুঃখ আর হাসি কান্নাতে।

মাগো প্রাণ খোলে কথা বলতে পারি না
মানুষ মোরে নিয়ে করে নানান বঞ্চনা।
হৃদয় চিৎকার করে কাঁদতে চায়
তুমি ছাড়া আমি বড় অসহায়।

রঙের দুনিয়ায় আমি একান্ত একা
মায়ের ভালবাসা ছাড়া সকলি বৃথা।
ত্রিভুবনে ব্যর্থ জীবন আমার
পাপে হল মোর সকলি আঁধার।

_______________________________
৩১/০৮/২০
পথিক
চত্রংপুর, কলমাকান্দা, নেত্রকোণা।