প্রথম স্পর্শ মা
প্রথম পাওয়া মা
প্রথম শব্দ মা
প্রথম দেখা মা
প্রথম ভালবাসা মা
শেষ ভালবাসা মা
আমার স্বর্গ তুমি মা।

মা একটি নাম-
মা একটি সম্পর্ক
যা নিখুুঁত নিষ্কলঙ্ক,
মা শেষ আশ্রয়
সুখের আলয়
মা দুঃসময়ের ভরসা
শান্তি সুখের আশা।
ছোট্ট একটি শব্দ মা
মা একটি ভূ-মৃত্তিকা।
শুধু কি ভূ-মৃত্তিকা?
মা-ই হলো ধরা !
মা স্বর্গাদপি গরীয়সী
মা তুমি মহৎ ময়সী।
মধুরতম শব্দ মা, তাই-
মা-ই ধরা
মা-ই ছায়া
মা-ই গায়া
মা-ই মায়া,
মা-ই মমতা।

আমি বোকা হতে পারি
আমি  কুঁড়া হতে পারি
দেখতে কালো হতে পারি,
কিন্তু আমার মায়ের কাছে;
আমিই তার শ্রেষ্ঠ সন্তান।
সন্তানের জন্য মায়ের কষ্ট
সকল কিছু থেকে উৎকৃষ্ট।
মায়ের ত্যাগ করার নমুনা
সীমাহীন ঐশ্বরিক করুণা।
মায়ের অকৃত্রিম দরদী মমতা
তুলনাহীন আদরের ক্ষমতা।
মায়ের স্বর্গীয় আদর- স্নেহ
ভবে ভুলতে পারে না কেহ্।

মায়ের ত্যাগ তিতিক্ষার অন্ত নাই
মায়ের সাথে কারো তুলনা নাই।
মা গো তোমার কুলে মাথা রাখতে চাই
ঋণ শোধ করার উপায় খোঁজে বেড়াই।
ঋণ শোধ করার দুঃসাহস আমার নাই
সদা স্বার্থপরের মত মায়া-মমতা চাই।
মা গো তোমার কাছে প্রাণ ভরে চাই -
অনন্ত-অপুরান ভালবাসার শেষ ঠাঁই,
তুমি মোর অনাবিল শান্তির উৎস
জগৎ-সংসারে ভালবাসার পোষ্য।

মা শব্দটি অতি কঠিন
উচ্চারিত হয় নিশিদিন।
ভালবাসি তোমায় প্রতিদিন
বিনম্র শ্রদ্ধা রবে অমলিন।
মা তুমি কষ্ট পোষো গোপনে
ভাল থেকো আপন ভুবনে।
মা তুমি সদা ভালো থেকো
সুখে-দুঃখে পাশে থাকো।  

------------------------০----------------------
তারিখঃ ১৪/০৫/২০২৩
স্থানঃ কলমাকান্দা, নেত্রকোণা।