আমি খুঁজিয়া বেড়াই আমাকে প্রকৃতির মাঝে
নিরিবিলি পরিবেশে অনাবিল সুখের তরে।
আমি নৌকা ভাসাই উন্মত্ত অচেনা অকুল সাগরে
বিশাল জলরাশির ঢেউয়ের তালে তালে ভাসবো বলে।
আমি স্বেচ্ছায় নির্বাসিত নিভৃত গহীন অরণ্যে
জীবনের সকল ক্লান্তি অবসাদ লুকানোর মর্মে।
আমি একাকী পথ চলি অচেনা দেশে সন্নাসীর বেশে
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের সকল কষ্ট লাঘবের আশে।
আমি গুনগুন করে গান গাই নীল আকাশের নিচে
প্রিয়জান হারানো একলা পথিক বাঁচে কী করে?
আমি এক দৃষ্টিতে মগ্ন থাকি নব প্রস্ফুটিত ফুলের গন্ধে
পরিত্যাক্ত জীবনকে সাজানোর নকশা করি নতুনরূপে।
আমি তোমারি কথা ভাবি মাঘের পূর্ণিমার রাতে
আবার তুমি আমার হবে ফুল সজ্জিত বাসরে।
-------------------------//-------------------------
সময়ঃ রাত ১০ ঘটিকা
তারিখঃ ০৯/০৫/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।