ভালবাসার যেখানে অবসান
ঘৃণার সেখান থেকেই গোড়াপত্তন।
আজি শত কষ্ট-
নির্মল ভালবাসার জন্য সৃষ্ট।
কিন্তূ ঘৃণা?
ঘৃণাকে তো দুরে ঠেলতে পারিনা!
সে যে ভালবাসারই প্রতিফলনের নমুনা।
ঘৃণা থেকে জন্ম মর্মান্তিক যন্ত্রনাদায়ক কষ্টের,
তাই কষ্টের জন্য নিদারুন কষ্ট হয় স্রষ্টের।
কেন না-
কষ্টকেও যে ভালবাসার চেয়ে অধিক ভালবাসি,
সে কি প্রিয়সী জানে না?