.                  ১
আসমানী গজব করোনা
                  ধরণীতে দিল হানা।
দেশে যখন করোনা
                  মানুষ করে প্রার্থনা।
ছোঁয়াচে রোগ করোনা
                  ধনী-গরীব মানেনা।
দ্রুত আক্রমণকারী করোনা
                  ফুসফুসে আক্রমণ ছাড়েনা।
মরণ ব্যাধি করোনা
                  স্বাস্থ্যসেবা সবল না।
স্বাস্থ্যকর্মীর হলে করোনা
                  পাবে না কী প্রনোদণা?

                     ২
কারো হলে করোনা
                  ভয়ে অনুশোচনা করনা।
আক্রমণ করলে করোনা
                  কতক টেস্ট করেনা।
টেস্ট করলে করোনা
                 পজিটিভ হলে বলেনা।
ভয় করেনা করোনা
                  মাস্ক পরিধান করেনা।
প্রচারণার অভাবে করোনা
                  সামাজিক দুরত্ব মানেনা।
পরোয়া করেনা করোনা
                  নিয়মিত হাত ধোঁয় না।

                       ৩
ধনীকে মারে করোনা
                  ঢের হলো রটনা।
ভয়াবহ রোগ করোনা
                  মানুষ সচেতন হয়না।
অনেককেই মারছে করোনা
                  দাফন কাঁপন করেনা।
বৈশ্বিক রোগ করোনা
                  হল অনেক প্রতারণা।
দেশে যখন করোনা
                  তখনও দুর্নীতি কমেনা।
শোন কমিটি করোনা
                  ত্রাণ চুরি করনা।

                       ৪
নতুন ভাইরাস করোনা
                  জীবিকার সংস্থান করেনা।
অসময়ের অকাল করোনা
                  ব্যবসায়ীদের জন্য করুণা।
জীবন বিনষ্টকারী করোনা
                   কেউ রেহাই পাবেনা।
ভ্যাকসিন নিয়ে করোনা
                  সাধারণের কাছে আসবেনা!
বৈশ্বিক মহামারি করোনা
                  অতি সহজে যাবেনা।
চিরস্থায়ী হবে করোনা
                  আল্লা আল্লা ছাড়োনা।