কবি হতে আসিনি তবুও কবিতা লিখি
ভালবেসে মনের সুখে তোমার জন্য লিখি।
কোনো কালেই জগৎ বিখ্যাত হতে চাইনি
কখনও কোনো কবিতার বই প্রকাশ করিনি?
মনের গহীনে সুপ্ত আশা বাসাও দানা বাঁধিনি,
কবিতা লিখে জনপ্রিয় হওয়ার ইচ্ছেও নেই।
তবুও আমি অতৃপ্ত হৃদয়ে তোমার জন্য লিখি
জান কী কবিতা; তোমাকে নিশিদিন ভালবাসি?
কবিতা যেদিন থেকে তোমাকে আপন জানি
সেদিন থেকেই তোমাকে হৃদয়ের রাণী মানি।
তোমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছি স্বযত্নে
কখনো হারিয়ে যেতে দিবো না সংগোপনে?
আমি কবি নই, তবুও তোমার জন্য লিখব
আমার কবিতা তোমার কন্ঠে আবৃত্তি হবে
এটাই আমার প্রেমের অমলিন সুপ্ত প্রাপ্তি
তোমাতেই হোক ভালবাসার শেষ সমাপ্তি।
আপনাকে সৌভাগ্যবান মনে হয় এই ভেবে
মোর কবিতা আবৃত্তি হবে কবিতার কন্ঠে।
মনোমুগ্ধকর হোক কবিতা তোমার আবৃত্তি
নিখিল বিশ্বে ছড়িয়ে পুড়ক তোমার সুকৃতি
কবিতা আজি ভালবাসাময় হোক ধরণী,
ভালবাসার বন্ধন হোক চিরকাল জয়ী।
=========০==========
সময়ঃ রাত ৯ ঘটিকা
তারিখঃ ২৯/০৪/২৩
কলমাকান্দা, নেত্রকোণা।