খড়ের ঘর

একদা অতি প্রিয় নিবাস ছিল মোর
ঐতিহ্য বাহী গ্রাম বাংলার খড়ের ঘর।
মনোরম ছায়া শীতল খড়ের আলয়ে,
প্রাণ সিক্ত হতো শীতল বাতাসের মলয়ে।
ইদানিং রিসোর্ট হোটল ও মোটেলে
বাহারি আধুনিক মনোরম ডিজাইনে,
গ্রামের পুরাতন খড়ের ঘরের আদলে
খড়ের ঘরের ব্যবহার বাড়ছে শহুরে।

ভুলিনি মোর প্রিয় খড়ের ঘর
চিত্তে লালন করি জীবনভর।
তাই বাঙ্গালিয়ানার টানে-
চির শান্তির অন্বেষণে,
বার বার চলি ছুটে,
খড়ের ঘরের আকর্ষণে।
গ্রাম বাংলার খড়ের ঘর
তুই মোর প্রিয় জনমভর।

-----------------------------------------------------
পথিক
রচনাকাল:
১৮.০৪.১৮
কলমাকান্দা, নেত্রকোণা।