জীবনীশক্তি ইহজাগতিক কোনো জড় পদার্থ নয়,
না এটা কাটা তারে আবদ্ধ কোনো বস্তুও নয়!
নয় দেহের কোনো অঙ্গের ব্যবচ্ছেদ,
কোনো কারাগারে বন্দীও নয়।
শুধু সময়ের দুর্বিপাক পরিক্রমায়-
সকলেই বন্দী নিজ্বস জেলখানায়।
প্রাণকে বন্দী করে রাখা যায় না
চৈতন্য জগতে উন্মুক্ত করে দিতে হয়,
তখনই মিলে আত্মার প্রকৃত মুক্তি
হৃদয়ে আনে অনাবিল প্রশান্তি।
মানুষ নিতান্তই বোকা প্রকৃতির
লোভ লালসায় আবদ্ধ হয়ে-
অদম্য প্রাণশক্তির বিনাশ করে,
সমস্যার অন্তর্জালে প্রাণকে বন্দী করে রাখে।
এমনভাবে বন্দী করে, আর মুক্তি দিতে পারে না
কোনোভাবেই না, কিছুতেই না।
জীবন সায়েহ্নে এসেও আত্মার মুক্তি হয় না।
-------------------------০------------------------
সময়ঃ ১২ঃ১০
তারিখঃ ২৮/৪/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।