হৃদয়ের বাধন
বাধন কখনো যায় না ছিঁড়ে
মনের আয়নাতে সুপ্ত থাকে।
সব কালো মেঘ কেটে গেলে
একদা হৃদয়ের সব কথা হবে,
তোমার সাথে নিরবে নিভৃতে
তুমি আমি চিরচেনা দু'জনাতে।
ভালোবাসার অন্তরঙ্গ মুহূর্তে
বেঁচে আছি মিলনের আশাতে।
তারিখঃ ০৮/০৮/২১
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।