★ হাসি দিবানিশি ★
প্রফুল্ল চিত্তে নিত্য হাসি
যদি মোরা না হাসি,
তবে দিনটাই যাবে বাসি
তাই চলো হাসি দিবানিশি।
হাসি জীবনে সুখ আনে
হৃদয়ে আনে প্রশান্তি,
আপন ভুবনে নিয়ে হাসি
মিলেমিশে সুখে থাকি।
হাসিখুশি মন
চিত্ত করে মনোরঞ্জন,
হাস সর্বক্ষণ
পর কে করে আপন।
যত পারি তত হাসি
অপরের না করে ক্ষতি,
হাস্য চিত্তে হাস তুমি
অন্যকে রেখে হাসিখুশি।
_______________++______________
পথিক
০১.১০.১৯
কলমাকান্দা