হারিয়ে খুঁজি
_______________________________
মহাকাল অনন্তর পুনর্বার অভিনব রুপে-
বনিতার সাথে দেখা,
পুলকিত বোধ করি তার আগমনে
সুকৃতি বহে তার দেহ-মননে।
আশ্চর্য ইহাও কি সম্ভব?
ইহা কি করে সম্ভব, কেননা-
কতশত ভ্রান্ত অজ্ঞাত কারণে
ভুল বুঝাবুঝির অসংখ্য অকারণে,
বনিতা মোরে ভুল বুঝেছিল, তেমনি আমিও;
আমি হারিয়ে খুঁজি তাকে
খুঁজে পাই না হিয়ার মাঝে।
জানি তুমি দ্বিতীয়বার সকাশ হবে না
আলোকবর্তীকার মতন আলোকিত করবে না
মোর অনন্ত আশাতীত জীবনাঙ্গন।
তবুও মিথ্যা আশ্বাস নিয়ে-
আশায় থাকি দুরাশার পথ চেয়ে,
যতই ভুল বুঝ, যতই দূরে যাও,
তুমি আসবে, নিশ্চই ফিরে আসবে
তোমার আবির্ভাব মোর ভালবাসার সুপ্ত বিশ্বাস।
বনিতার আবর্তন অন্বর্থ ইহাই মোর আশ্বাস।
অধুনা অলীক স্বপ্নে ভালবাসা সংশয়ে সংকটাপন্ন
বনিতা আসেনি অলীক স্বপ্নে মোর জীবন বিপন্ন।
_______________________________
পথিক
২৭.০২.১৭