এক জীবনে আর কত কষ্ট পেলে-
জীবন নষ্ট হবে?
কষ্টের আনাগোনায়
জীবন দুঃখে জর্জড়িত
যুদ্ধের কাছে পরাজিত।
তবুও কষ্ট হাল ছাড়ে না
নিদারুণ কষ্ট ক্লান্ত হয় না,
এক কষ্ট শেষ হয়;
আরেক কষ্টের উদয় হয়।
কষ্ট আমার অতি আপন
তাকে নিয়েই জীবনযাপন,
কষ্টের কাছে হারি নাই
নরপিশাচ সুখ ভোগ ছাড়ি নাই।
কষ্ট আমার দেহ-মনে
জলের মতো মিশে গেছে।
কষ্ট স্থানকাল-পাত্রভেদে
নানা কারণে  সময়ে-অসময়ে
রং-রুপ-ধরণ-বৈশিষ্ট্য পাল্টায়!!

কষ্ট আমার হরেক রকম-
প্রিয়সীর বিরহের কষ্ট
প্রিয়জন হারানোর কষ্ট
পরিবার পরিজন গুজরৎ কষ্ট
সংসারের যাতনার অশেষ কষ্ট।
মনের গহীনে লুকানো কষ্ট
অসুখ-বিসুখের কষ্ট
আপনাকে না বুঝার কষ্ট
না পাওয়ার বেদনার কষ্ট
আত্মার অতৃপ্তির কষ্ট
ভয়াবহ নিঃসঙ্গতার কষ্ট।
স্বপ্ন ভঙ্গের কষ্ট
অর্থাভাবের কষ্ট।
সুপ্ত কষ্ট, গুপ্ত কষ্ট
ভিতরে কষ্ট, বাহিরে কষ্ট।
সমাজের দুষ্টুদের কুচক্রী কষ্ট
রাষ্ট্রের অকল্যাণকর কষ্ট,
ধর্মের দোহাইয়ে ধর্মান্ধদের সৃষ্ট কষ্ট
ধর্মের গোঁড়ামিতে জীবন পথভ্রষ্ট।
হরেক রকম কষ্ট
চারপাশে কষ্ট আর কষ্ট
ভুল সিদ্ধান্তে জীবন নষ্ট,
তবুও জীবন হাজারো কষ্ট উপেক্ষা করে-
আরেকটা নতুন কষ্ট খোঁজে চলে,
কষ্ট করে আরো কয় দিন বাঁচাবে বলে।
-------------------০------------------
সময়ঃ ১২ঃ১০
তারিখঃ ২৭/৪/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।