★ ফিরে আসে★

হারায় না কিছুই-
সব ফিরে আসে,
ঘটনাগুলো স্মৃতি হয়ে থাকে।
কিছু স্মৃতি জীবনের শেষ বেলায়
ভেসে বেড়ায় বিস্মৃতির লীলাখেলায়,
আপন ভুবনে মরিচীকার ভেলায়
প্রাপ্তি-অপ্রাপ্তির সংসার মেলায়।

মানুষও হারায় না
শুধু আত্ম গোপন করে,
সাময়িকভাবে ডুব দেয় নিরন্তর জগতে।
সসীম থেকে অসীমে-
নশ্বর থেকে অবিনম্বরে।
রাতের সব তারাই থাকে
দিনের আলোর গভীরে।

++++++++++০++++++++++++০+++++++
পথিক
২৭/০৯/১৯
সময়ঃ ৩.০০ ঘটিকা।
কলমাকান্দা।