দুইশো জনের এক মাসে অন্নজল ব্যয় বিশ কোটি
এই মোদের স্বাস্থ্য খাতটি।
জান কি ভাগ বন্টনটি?
জন প্রতি একটি কলা দুই টি রুটি
সময় মতো জুটেনি অাধা কাপ চা টি।
চাকরিজীবী ব্যবসায়ী আর জন প্রতিনিধি
অনিয়মকে নিয়মে করছি পরিণতি।
যেমন খুশি তেমন করি
কেউ করে না তদারকি।
রাষ্ট্রীয় সম্পদের হয়নি সুষম বন্টন
দুর্নীতিবাজরা মিলেমিশে করি লুণ্ঠন।
জনগণের সম্পদ করি হরণ
আমি পাষাণ্ড! মোর কি হবে না মরণ?
আইন আদালত পুলিশ প্রশাসন
সকল স্থানে দুর্নীতিবাজদের উচ্চাসন।
বঙ্গদেশে অসহায় জনগণের দুঃখের কারণ
নির্যাতন অত্যাচার জুলম নিপীড়ন।
আহারে! কি সোনার দেশটি?
লুটেপুটে খেয়ে সোনা করছি মাটি।
জেগে উঠো; ষোল কোটি
না হয় একদিন হারাবে ভিটে মাটি।