ক্ষমতাধর সম্পদলোভী ভোগবাদী শ্রেণি
তোমাদের কুগ্রাসে ধ্বংসের মুখে পৃথিবী
তোমরা নিখিল বিশ্বে তছরুপে মত্ত
জীবাধারের সংকটে আছো নিশ্চিন্ত।
তোমরা নিজেদের প্রয়োজনে ধরাধামে -
আইন তৈরি করো আপনার আয়ত্তে
আইন ভাঙ্গো দখলদারিত্বের সুবিধার্থে,
ক্ষমতার দম্ব দেখাও অন্যাভাবে
শোষণ করো আপামর জনগণকে।
তোমরা কি, কখনও অন্তর চক্ষু মেলে?
মুগ্ধ হয়েছো ধরণীর সৌন্দর্য দেখে!
জগতের মূল্যবান সম্পদ ধ্বংস করলে
আপনার ভোগ বিলাস আর সুখের তরে।
নদী-নালা খাল-বিল ভরাট করে
পানি -বায়ু -মাটি দূষিত করলে।
গাছপালা পাহাড় পর্বত কেটে
সুরম্য অট্রালিকা গড়ে তুললে।
কলকারখানা তৈরি করে
পরিবেশ দূষণ ঘটালে।
সর্বক্ষেত্রে হাইব্রিড আনলে
খাদ্যে ভেজাল মেশালে।
সিন্ডিকেটের কারসাজি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
অস্ত্র আবিষ্কার করলে
অকাতরে মানুষ মারলে।
সদা সত্যকে মিথ্যা বলে
মানুষকে ধুঁকা দিলে।
ভোগবাদী তুমি স্বার্থপর
ঘৃণিত হলে অবিনশ্বর।
--------------------০-----------------
সময়ঃ বিকাল ৫ ঘটিকা
তারিখঃ ২৩/০৯/২৪
স্থানঃ কলেজ রোড, কলমাকান্দা।