দুঃখের রণক্ষেত্র
নিবৃত্তে একা বসে ভাবি
নিরন্তর দিবানিশি,
কবে কোথায় ছিলাম?
কোথায় আছি?
কোথায় যাব?
ভাবী ভাগী কি?
নাহি জানি?
আজি মৃত্যুর দ্বারে বসে স্মৃতির পাতায়-
জীবনের দিনলিপি মৃদু নড়াচড়া করি,
দিনলিপির অন্বেষণে অবশেষে দেখি
জীবনকে খুঁড়ে খুঁড়ে খাওয়া
রক্ত পিপাসু কষ্টের ছড়াছড়ি।
জীবনে যাহা কিছু পেয়েছি
প্রাণনাশের মহাযজ্ঞ সকলি।
শোষিত সমাজ শকুনের মত ভক্ষণ করে নিতে চায়!
ভ্রান্ত জীবনের ক্রান্তিকালের অর্জিত স্বাধীনতাটুকুও
খেপা ভঙ্গুর সমাজ মানবতা হরণ করে-
শোভন জীবনকে করেছে দুঃখের রণক্ষেত্র
তবুও টিকে আছি হয়ে মহাকালের নক্ষত্র।
_______________________________
পথিক
আনন্দ ডিজিটাল মডেল স্কুল
কলমাকান্দা, নেত্রকোণা।
১৬.০৯.২০২০