যতই ব্যস্ত থাকো না কেন?
দিন শেষে তুমি কিন্তু একা!
বাইরে থেকে দেখলে মনে হয়
তুমি আছো মহা সুখে!
কত প্রাণবন্ত?
ছুটে চলার কত ব্যস্ততা?
দিনের আলো চলে গেলে
যখন রাতের আঁধার আসে
তখন তুমি সব কিছু ফেলে ক্লান্ত দেহে
একাকিত্বের সাগরে ডুব দেও।
তোমার শূন্যতা কেউ দেখতে পায় না।
এই একাকিত্ব হয় ভিতরে ভিতরে
শুধুই আপন ভুবনে।
হাজারো মানুষের মাঝে থেকেও-
মনে হয় একা
কে যেন নেই
কি যেন হলো?
খালি খালি লাগে
কারো সঙ্গ অনুভব কর।
কোথায় যেন চলে যেতে ইচ্ছে করে?
যেখানে কোনো মানুষ নেই
নেই কোনো কোলাহল।
নিরবে নির্জনে বসে-
কত ভালোবাসা?
কত দেনাপাওনা?
কত আলিঙ্গন?
কত মান-অভিমান
কত স্মৃতি মনে পড়ে
তোমার পেয়ারীর তরে।

আহারে অতীত?  
সোনালী অতীত!
কত হাহাকার ভিতরে ভিতরে
কত আত্মচিৎকার?  
কেউ দেখে না?
কেউ শুনে না
কেউ বুঝে না!
শুধু তুমিই বুঝো তোমার কষ্ট
কি করে হলো এ জীবন নষ্ট?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
সময়ঃ ভোর ৬:০০ ঘটিকা
তারিখঃ ০৪/০২/২৫
স্থানঃ কলেজ রোড।