কেউ বিনা কারণে যন্ত্রণা দিচ্ছে?
চুপ হয়ে যাও।
কেউ ভালবাসার প্রতিদান দেয়নি?
চুপ হয়ে যাও।
কেউ অকারণে অপমান করছে?
চুপ হয়ে যাও।
কেউ অন্যায়ভাবে ঠকিয়ে গেছে?
চুপ হয়ে যাও।
কেউ মিথ্যা দোষারোপ করছে?
চুপ হয়ে যাও।
কেউ বিশ্বাস ঘাতকতা করলো?
চুপ হয়ে যাও।
কেউ ইচ্ছে করে শত্রুতা বাড়াচ্ছে?
চুপ হয়ে যাও।
কেউ তোমার ক্ষতি করে যাচ্ছে?
চুপ হযে যাও।
কেউ নিত্য প্রতারণা করে চলছে?
চুপ হয়ে যাও।
কেউ তোমার পিছনে লেগে আছে?
চুপ হয়ে যাও।
কেউ মরণ ফাঁদে ফেলছে?
চুপ হয়ে যাও।

একেবারে নিরব হয়ে যাও
পিশাচেরা যেন আর কখনই ;
তোমার শব্দ শুনতে না পায়
ছায়া না দেখে।
তাদের কাছে মৃত হয়ে যাও।
প্রতিজ্ঞা কর আর কখনই ঘুরে তাকাবে না।
শুধু এই প্রতিজ্ঞা করতে পারলে-
তুমি কষ্ট পাবে না।
নিরবতা তোমাকে দম বন্ধ হওয়ার কষ্ট দিবে
আর ওদেরকে দিবে আফসোস।
তুমি হারানোর ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ কর,
শব্দ দিয়ে প্রতিবাদ না করে
একদম চুপ হয়ে যাও।
দেখবে প্রতিবাদের ভাষাটা কত শক্ত হয়।

তুমি জানো কি?
যারা তোমাকে মানুষ বলে মূল্যায়ন করেনি
দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে
তারা তোমার কেউ না।
তোমার আপনজন না।
নিজের স্বার্থে বাঁচো,
নিজেকে ভালোবাসো
মহিমান্বিত রবের কাছে সাহায্য চাও
সৃষ্টিকর্তার কাছে আশ্রয় নাও
তিনি সব কিছুর সমাধান করবেন।
-----------------০------------------
সময়ঃ রাত ১১.৩০ ঘটিকা
তারিখঃ ০৩/০২/২৫
স্থানঃ কলেজ রোড।