বসন্তের আগমনে
ফাল্গুনের আগুনে
রঙ্গিনের টানে
রঙ্গ লেগেছে মনে।
তদুপরি দয়িতের-
চিত্তে লাগে অস্পষ্ট ইচ্ছের অসমতা।
সে কি যৌবনে অপ্রাপ্তির অপুর্ণতা?
না কি অঘোষিত যৌবনের ইস্তফা?
পেয়ারীকে খুঁজি যৌবন অন্তে প্রণয়ের অকাল বেলা
প্রিয়সীকে অনন্তকাল আসঙ্গের দৃষ্টিতে দেখা;
দেহকে ঘ্রাস করার লোকায়িত লোকচুরি খেলা
প্রবৃত্তির উন্মাদনায় চলে বিচ্ছেদ মেলা।