বসন্তের আগমনে উন্মনা মনে
নিরন্তর খুঁজি সখি তোমারে,
তুমি কী ধোঁয়াটে থেকে যাবে
পথিকের জীবনে অসার সংসারে ।

তোমার হেয়ালীপনার কারণে
নিধারুন কষ্টে যৌবন সায়াহ্নে,
নিসঙ্গভাবে বেঁচে আছি জীবনের প্রয়োজনে।
তবুও জীবন বহে চলে জীবনের নিয়মে।