ভুলা যায় না জীবনের ঘটে যাওয়া স্মৃতি
আমরা স্মৃতিকে কারণে অকারণে স্মরণ করি
কিছু স্মৃতি হয় মধুর আর কিছু বিস্মৃতি।
ফিরা যায় না অতীত জীবনে
নিখিল বিশ্বের সকলি চলে দ্রুত গতিতে,
অতীতের কথা ভেবে কি হবে বেলাশেষে।
বাধা যায় না অতিবাহিত সময়কে
জীবনের সাথে সময়ও ফুরায় -
সবকিছুর একদিন শেষ হয়।

জানা যায় না আগমনী ভবিষ্যৎ
সুখের তরে সবকিছু নষ্ট করি
সুখ মিলে না পোড়া কপালে,
তবুও আমরা সুখ খোঁজি ভবিষ্যতে।
পাওয়া যায় না জোর করে কারো মন
মনের জগত সে তো বড়ই বিচিত্র ভুবন।
যাকে মন দিয়ে শেষ করি জীবন
সেতো নয় কো মোর আপনজন।
সবকিছুই হারায়, শেষ হয় জীবন,
হারায় না শুধু অকৃত্রিম বন্ধুত্ব
হয় যদি একে অন্যের বিশ্বস্ত।
-----------------------0-----------------------
সময়ঃ ১২.০০
তারিখঃ ২২/৪/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।