আত্ম চিৎকার

জীবনের অনেক দূর চলে এসেছি
সময়ের আবর্তনে বহুকালও ফেলে এসেছি,  
কল্পনার জগতে ভেসে বেড়ায়;
কবেকার কত শত কথা
কল্প কাহিনীর সুখ গাঁথা।
যাপিত জীবনে হাজারো স্মৃতি বিস্মৃতির জগৎ
প্রাগ ঐতিহাসিক পৌরাণিক জগৎ,
সে জীবনাঙ্গন আলো অন্ধকারে মিশ্রিত।

অবিশ্রান্ত চিত্তের চেতনে প্রতিফলিত হয়-
সেই সব সুমধুর স্মৃতি যা
অন্তঃকরণে স্বযত্নে লালন করি।
প্রায়শ মনে পড়ে স্মৃতির আঙ্গিনায়
অতীত রচিত গৌরবোজ্জ্বল জীবন-কথা
সহস্র নিপট ইতিহাসের মর্ম ব্যথা।
আজি অনন্ত আর্তি নিয়ে হৃদয়ের গহিনে শুনি -
অপ্রাপ্তির তীব্র বেদনার আত্ম চিৎকার।

______________________________
পথিক
১৬.০৩.১৭