জন্মেছি আত্মনির্ভরশীল হয়ে
বাঁচবো স্বাধীন বেশে
পরনির্ভরশীলভাবে থাকবো না বেঁচে
কর্ম করবো নিজ দেশে।
মানুষ নির্ভর করে দরকারে
সকল কাজে-কর্মে,
অতি নির্ভরে ক্ষতি হবে
কথাটা রেখো মনে।
বেশি দূর অগ্রসর হতে পারবে না
পরের কাঁদে ভর করে
অন্যের উপর ভরসা করো না
হঠাৎ জীবন যাবে থেমে।
যার উপরে নির্ভর করলে
সে যদি দেয় ছুড়ে ফেলে?
তখন শেষ আশ্রয়ের খুঁজে
তিল ঠাঁই আর নাহি পাবে।
নিজের উপর নির্ভর করে
কর্ম করে যাও
সৎ পথের আয় রোজগারে
সফলতা পাও।
============০===========
সময়ঃ রাত ১০ ঘটিকা
তারিখঃ ০১/০৬/২৪
স্থানঃ কলেজ রোড, কলমাকান্দা।