একদিন কিছুই থাকবে না
আমি না, তুমি না
কেউ না, কিছুই না।
সব কিছু শেষ হবে,
আকাশ বিদীর্ণ হবে
পাহাড় ধূলিসাৎ হবে
বিশ্বজগত ধ্বংস হবে।

রুপ যৌবন, অর্থ-বিত্ত,
ক্ষমতার লড়াই, সুখের বড়াই,
সবকিছু রেখে যাবে সবাই
শূন্য বিদায় বেলার সদাই।

ক্ষণস্থায়ী জগতে লালসা আর লোভে
সাধু সাজে চুরবাটপারে,
নৈতিকতা ফেলে চুরিচামারি করে
ভন্ড সুশীল সমাজ বসে বসে দেখে।

একদিন সব শেষ হবে
মৃত্যু এসে নিয়ে যাবে
আমি - তুমি সকলকে,
তবুও মানুষ অপরাধ করে
আভিজাত্যের মোহে।
তাসের ঘর তৈরি করে
অস্থায়ী সুখের তরে।
------------------০---------------
সময়ঃ রাত ১.০০ ঘটিকা
তারিখঃ ২৫/০২/২৫
স্থানঃ কলেজ রোড