কিছু কিছু কথা আছে
যা কখনও বলা যায় না।
কিছু কিছু ঘটনা আছে
যা কখনও প্রকাশ পায় না।
কিছু কিছু সত্য আছে
যা কখনও উন্মোচিত হয় না।
কিছু কিছু কষ্ট আছে
যা কারো সাথে ভাগ করা যায় না।
কিছু কিছু মহৎ কাজ আছে
যা সচরাচর দেখা যায় না।
কিছু কিছু মানুষ অাছে
যাদেরকে কোন দিনও চেনা যায় না।
কিছু কিছু সুখ আছে
যা কারো সাথে বিনিময় করা যায় না।
কিছু কিছু স্মৃতি অাছে
যা কখনও মুছা যায় না।
কিছু কিছু মূহুর্ত আছে
যা স্মরণীয় হয়ে থাকে।
কিছু কিছু অনুভূতি আছে
যা মধুর আনন্দ দেয়।
কিছু কিছু ভালবাসা আছে
যা কখনও ভুলা যায় না।
কিছু কিছু সুন্দর বিষয় আছে
যা স্পর্শ করা যায় না,
শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়;
লোকে তাকেই ভালবাসা কয়।