অন্তর আত্মার অনিয়ন্ত্রণ
এই পৃথিবী ও পৃথিবীর সকল সৃষ্টি,
যেমন আছে তেমনি থাকবে
মহাকাল তার নিয়মানুযায়ীই গতিশীল,
নদীর স্রোত যথারীতি প্রবাহিত
প্রতিনিয়ত নির্ধারিত নিয়মে চাঁদ সূর্যের উদয়ন হয়।
পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ
সকলি অবিরাম ও অবিচল,
শুধু পথিকের অন্তর আত্মাই অনিয়ন্ত্রিত!
আজ চির চেনা পথ হল অচেনা
জানা আপন জনও হল অজানা!
নিখিল বিশ্বের চলিত নিয়মের যদিও কিছু
পরিবর্তন সাধিত হয়ে থাকে-
সে তো মানুষের ধ্বংসাত্মক কর্মকান্ডের কুফল!
কত্রিম উপায়ে মানব সৃষ্ট বস্তু ও নিয়মের-
অকল্যাণকর অপপ্রয়াস মাত্র!
_______________________________
পথিক
আনন্দ ডিজিটাল মডেল স্কুল
কলমাকান্দা, নেত্রকোণা।
১৬.০৯.২০২০